ডাবল ডোজ (Double Dose) নেওয়া মানেই সংক্রমণ মুক্ত নয়। এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কলকাতা সহ রাজ্যে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা (Doctors)। মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার সহ মোট ৬ জন চিকিৎসক কোভিড আক্রান্ত হয়েছেন।
এদিকে হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি হাসপাতালে ১৫ জন চিকিৎসক, ২০ জন নার্স, ১০ জন স্বাস্থ্যকর্মী কোভিড পজিটিভ। গত পাঁচদিন কলকাতা মেডিকেল কলেজে (CMC) কোভিডে আক্রান্ত হয়েছেন শতাধিক চিকিৎসক ও চিকিৎসাকর্মী। বারুইপুর হাসপাতালের ৩ চিকিৎসক ও ৭ জন নার্স কোভিডে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: মাস্ক না পরার অপরাধে বহরমপুরে আটক ১০, করোনার বাড়বাড়ন্তে বাজার স্থানান্তরের ভাবনা প্রশাসনের
রাজ্যে সোমবার কোভিডে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫০০ জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০০-এর বেশি। রাজ্যের বিভিন্ন জেলায় করা হয়ে মাইক্রো কনটেন্টমেন্ট জোন।