দেশে (India) ক্রমশ মারাত্ম চেহারা নিচ্ছে করোনাভাইরাসের (Coronavirus) দাপট। ওমিক্রন উদ্বেগের মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ০৯৭। ৫৫ শতাংশ বাড়ল দেশের করোনা সংক্রমণ।
গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৩৮৯। চারগুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৩৪।
মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯। দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, পজিটিভিটি রেট ৪.১৮ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ০০৪।
আরও পড়ুন: Ranji Trophy: ঘরোয়া ক্রিকেটে করোনার থাবা, রঞ্জি ট্রফি স্থগিত করল বোর্ড
দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩। এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১। এখনও পর্যন্ত দেশে মোট ১৪৭ কোটি ৭২ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।