কোনও ঝুঁকি নয়। লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) রাখা হবে আইসিইউতেই। মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেওয়া হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।
করোনা (Corona) এবং নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে গত শনিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন সুরসম্রাজ্ঞী। বর্তামনে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। আগামী ১০-১২ দিন তাঁকে ‘কড়া পর্যবেক্ষণ’-এর মধ্যে রাখা হবে বলেও জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে।
জানা গিয়েছে, করোনার মৃদু উপসর্গ রয়েছে লতা মঙ্গেশকরের শরীরে (Lata Mangeshkar corona)। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁর চিকিৎসায় অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহার করা হতে পারে। তবে এই কিংবদন্তি শিল্পীর বয়স ৯২ বছর হওয়ায় প্রতিটি পদক্ষেপই অত্যন্ত ভেবেচিন্তে করবেন চিকিৎসকরা।