যাঁদের করোনা (Covid 19) হওয়ার পরে অল্প অল্প উপসর্গ রয়েছে, তাঁদের ঘরে বন্দি থাকার দশা কাটতে পারে দ্রুত। বুধবার একটি নির্দেশিকায় এমন কথাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central health ministry)।
ওই নির্দেশিকাটিতে কোয়ারেন্টাইনের (Quarantine) নতুন নিয়ম জারি করে তাতে বলা হয়েছে, বাড়িতে চিকিৎসা হচ্ছে এমন করোনা রোগীরা সাত দিন পরই হোম কোয়ারেন্টিন শেষ করতে পারেন। তবে এক্ষেত্রেও শর্ত রয়েছে।
ভারতে প্রথম করোনা সংক্রমণের সময় দেশে মৃদু উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেশি বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। তাঁদের বাড়িতে থেকেই চিকিৎসা করানোর পরামর্শও দেওয়া হয়েছিল।
বুধবার স্বাস্থ্য মন্ত্রক জানাল, কোনও করোনা আক্রান্ত রোগীর যদি পর পর তিনদিন জ্বর না আসে, তবে করোনা রিপোর্টে পজিটিভ আসার পর তাঁরা হোম কোয়ারেন্টাইন থেকে ৭ দিন পরই ছাড়া পেয়ে যেতে পারেন।
এর আগে হোম কোয়ারেন্টাইন থেকে বেরনোর আগেও কোভিড পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট নেওয়ার নিয়ম ছিল। তবে এ বার নতুন করে পরীক্ষা করানোরও দরকার নেই বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তবে, কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পরেও যে সবসময়ই মাস্ক পরে থাকতে হবে, এ কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।