রাজ্যে আরও পাঁচ জনের দেহে একসঙ্গে পাওয়া গেল করোনাভাইরাসের (Coronavirus) নতুন স্ট্রেন ওমিক্রনের (Omicron) হদিশ। তাঁদের একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও বাকি চার জনের বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই।
রাজ্য সরকার জানিয়েছে, চার ওমিক্রন আক্রান্তদের মধ্যে দু'জন কলকাতার বাসিন্দা। বাকি দু'জন দমদম-হাওড়ার বাসিন্দা (West Bengal Omicron Update)।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ১১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে করোনামুক্ত হয়েছেন ১ জন। অর্থাৎ, বর্তমানে রাজ্যে সক্রিয় ওমিক্রন আক্রান্তের সংখ্যা মোট ১০ জন (West Bengal Omicron Update)।
Mamata Banerjee: সংক্রমণ বাড়লে রাজ্যে ফের বন্ধ হতে পারে স্কুল, জানালেন মমতা
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে ১০৭ টি জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে পাঁচ জনের রিপোর্ট ওমিক্রন পজিটিভ। গত কয়েকদিন ওমিক্রন আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতার দুই বাসিন্দা এবং দমদম-হাওড়ার করোনা আক্রান্তদের শরীরে সেভাবে কোনও উপসর্গ না থাকায় আপাতত তাঁদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে