স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব। আক্রান্ত মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মতো তারকারাও। এই অবস্থায় বুধবার রাজ্যে আরও উর্ধ্বমুখী কোভিড গ্রাফ(Covid Graph) । একধাক্কায় সংক্রমণ বাড়ল প্রায় ৫ হাজার । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত(Covid Effected) হলেন ১৪,০২২ জন । বেড়েছে মৃতের(Death) সংখ্যাও । গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের ।
কলকাতাতেও(Kolkata) বেলাগাম সংক্রমণ । রাজ্যের মোট আক্রান্তের মধ্যে প্রায় অর্ধেক আক্রান্ত কলকাতাতেই । রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬,১৭০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের । এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া । এখানে দৈনিক সংক্রমণ যথাক্রমে ২,৫৪০ ও ১,২৮০ । এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫ জন ও ২ জনের।
রাজ্যে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩৩,০৪২ জন । রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬,৪৩৮ জন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যভবনে কোভিড হানায় আক্রান্ত ৬৬ জন। বেলাগাম করোনা ঠেকাতে কলকাতায় ৪৮টি জায়গায় কনটেইমেন্ট জোন করা হয়েছে।