রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Affection)। তার ওপর ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগ বাড়ছে। কলকাতা হাইকোর্টে (Calcutta HC) ফিরল ভার্চুয়াল শুনানি (Virtual Mode)। অতিমারির (Pandemic) বাড়বাড়ন্তে এমনই নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Prakash Srivastav)।
বর্তমানে শীতকালীন ছুটি চলছে আদালতে। সোমবার থেকে খোলার কথা ছিল আদালত। তার আগেই এই নির্দেশ জারি করা হল। হাইকোর্ট ছাড়াও নিম্ন আদালতের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। প্রধান বিচারপতির নির্দেশে বলা হয়েছে, আপাতত এক তৃতীয়াংশ কর্মী নিয়েই চলবে উচ্চ আদালতের কাজ। মাস্ক, স্যানিটাইজার ও কোভিড বিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ওমিক্রন-করোনায় সাঁড়াশি চাপ, বাতিল সরকারি অনুষ্ঠান, কড়া বিধির ইঙ্গিত রাজ্যের
জামিনের মামলায় নথি জমা দেওয়ার ব্যাপার থাকে। তখন সশরীরে আদালতে আসতে পারেন সরকারি আইনজীবী। সেক্ষেত্রে ছাড় দিয়েছে কলকাতা হাইকোর্ট।