করোনার নতুন গোত্র ওমিক্রন (Omicron) নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (Bcci) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangully) আক্রান্ত হয়েছেন
ডেল্টা প্লাসে। শনিবার স্বাস্থ্য ভবন সূত্রে এই খবর মিলেছে।
গত ২৭ ডিসেম্বর রাতে করোনা আক্রান্ত (Corona Positive) হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন মহারাজ। চারদিন হাসপাতালে
থাকার পর শুক্রবারই ছাড়া পান তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। ককটেল থেরাপির পর অনেকটাই
সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কাজে দিয়েছিল স্টিম থেরাপিও। চিকিৎসকরা জানিয়েছিলেন, এর পরবর্তীতে বাড়ি বসেই তাঁর যাবতীয় চিকিৎসা করা যাবে। তাঁদের পরামর্শ মতোই আপাতত হোম আইসোলেশনে রয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। কিন্তু এদিনের স্বাস্থ্যভবনের রিপোর্টে জানা গেল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে (Delta Plus Variant) আক্রান্ত তিনি।
আরও পড়ুন : Covid 19: ওমিক্রন-করোনায় সাঁড়াশি চাপ, বাতিল সরকারি অনুষ্ঠান, কড়া বিধির ইঙ্গিত রাজ্যের
বছরের শেষদিন সুস্থ হয়ে ওঠা সৌরভকে হাসপাতাল থেকে ছাড়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন অনুরাগীরা। কিন্তু নতুন বছরের প্রথমদিন এমন খবরে স্বাভাবিক ভাবে
উদ্বেগ বাড়ল।