১৭৭ দিন পর রাজ্যে একদিনে হাজারের গন্ডি ছুঁয়ে ফেলল করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে করোনা আক্রান্ত (Covid 19) হলেন ১০৮৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। সক্রিয় করোনা রোগীর (Active Cases) সংখ্যা বেড়ে হয়েছে ৭৭২৭। সুস্থতার হার একটু হলেও কমেছে। বুধবার সুস্থতার হার রয়েছে ৯৮.৩২ শতাংশ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৮০৭ জন।
এই পরিস্থিতিতে কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪০ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। একজন করে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলীতে এবং ৩ জন মারা গেছেন হাওড়ায়।
আরও পড়ুন- Omicron: রাজ্যে একসঙ্গে আরও ৫ জনের শরীরে মিলল ওমিক্রনের হদিশ
আর এই পরিস্থিতিতেই বাঙ্গুর(MR Bangur) হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করার তোড়জোড় শুরু করে দিল রাজ্য স্বাস্থ্য দফতর।