রাজ্যজুড়ে ক্রমবর্ধমান করোনা(Corona) আবহে সক্রিয় হয়েছে রাজ্য প্রশাসন। সাধারণ মানুষকে মাস্ক পরা এবং কোভিড(Covid) বিধিনিষেধ নিয়ে সচেতন করতে সোমবার রাস্তায় নামল মুর্শিদাবাদ(Murshidabad) জেলার পুলিশ। বহরমপুরের(Berhampore) কান্দি বাসস্ট্যান্ড, নতুন বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালালেন মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশের(Murshidabad District Traffic Guard) অতিরিক্ত পুলিশ সুপার পাপিয়া সুলতানা। উপস্থিত ছিলেন এসডিপিও (বেলডাঙ্গা) শামসুদ্দিন শেখ, বহরমপুর থানার(Berhampore Police Station) আইসি রাজা সরকার সহ অন্যান্য পুলিশকর্মীরা।
সরকারি নির্দেশ মেনে মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশের(Murshidabad District Traffic Guard) পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এই অভিযান চালানো হয়। বিভিন্ন বাজার এবং জনবহুল এলাকাগুলিতে সাধারণ মানুষকে মাস্ক পড়ার জন্য সচেতন করা হয়। মাস্ক পরা, কোভিড(Covid) বিধিনিষেধ মেনে চলা সহ একাধিক বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন পুলিশ কর্মীরা।
আরও পড়ুন- Vaccination : চেতলা গার্লস হাইস্কুলে মেয়রের উপস্থিতিতে শুরু হল কিশোরদের টিকাকরণ
অতিরিক্ত পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কঠোরভাবে কোভিড বিধিনিষেধ(Covid Restriction) মেনে চলতে হবে প্রত্যেককে। এর অন্যথা হলেই আইন মেনে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।