কোভিড পরিস্থিতি (Covid 19) নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের। ৫০ শতাংশ আসন সংখ্যা (Seating Capacity) নিয়ে চলবে লোকাল ট্রেন (Local Train)। সন্ধে সাতটার পর থেকে চালু থাকবে না লোকাল ট্রেনের পরিষেবা। তবে দূরপাল্লার ট্রেনের (Express Train) ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। মেট্রো নিয়েও সিদ্ধান্ত রাজ্যের। মেট্রোর (Kolkata Metro) সময় সূচি বদলানো হচ্ছে না। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। মেট্রো যাতায়াতে মাস্ক পরা ও কোভিডবিধি মানা বাধ্যতামূলক।
রবিবার রাজ্যের কোভিড বিধিনিষেধ নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (HK Dwivedi)। সরকারি ও বেসরকারি চাকুরিজীবীদের অধিকাংশের ভরসা লোকাল ট্রেন। সন্ধে সাতটা পর্যন্ত লোকাল ট্রেনের সময়সীমা বেঁধে দেওয়ায় সমস্যায় পড়তে পারেন কলকাতায় আসা দূরের চাকুরিজীবীরা।
আরও পড়ুন: এক সপ্তাহে বাড়ল কোভিড সংক্রমণ, দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা
মেট্রো সার্ভিস স্বাভাবিক নিয়মে চললেও কম যাত্রী নিয়ে চালাতে হবে। প্রত্যেককে কোভিড বিধি মেনে মেট্রোতে যাতায়াত করতে হবে। ৫০ শতাংশ যাত্রী যাতায়াত করতে পারবেন।