মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর করোনা, এদিকে তাঁর স্বামী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun banerjee) রাস্তায় ঘুরছেন। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে নিজেই সে কথা বলে ফেললেন মমতা।
‘আমরাও টাকা দিয়েছি্’, শুক্রবার ক্যানসার হাসপাতাল উদ্বোধনে মোদীর সঙ্গে মমতা
এদিনের বৈঠকে রাজ্যবাসীর উদ্দেশে বারবার কোভিড বিধি (Covid norms) মেনে চলার পরামর্শ দেন মমতা। মাস্ক পরার, অযথা বাইরে না বেরনোর, এবং চাকুরিজীবীদের যতটা সম্ভব ওয়র্ক ফ্রম হোম করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাংলার করোনা সংক্রমণের হার না কমলে আরও কড়াকড়ির (Covid Restrictions) ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী।