রাজ্যে এখনই স্কুল, কলেজ বন্ধ করতে হবে, এমন কথা তিনি বলেননি। তবে করোনা (Coronavirus) বাড়ছে। আরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে৷ সরকার সব রকম প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা এদিন বলেন, "আমি এখনই স্কুল-কলেজ (School-College) বন্ধ করার কথা বলিনি। পরিস্থিতি পর্যালোচনা করে যা যা করার সব করছি।"
তবে পরিস্থিতি যে উদ্বেগ বাড়াচ্ছে,তা মানছেন মমতা। রাজ্যের ওমিক্রন-পরিস্থিতি (Omicron) নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, "সামনে বর্ষবরণ, পরিস্থিতির ওপর নজর রাখছি। করোনা সংক্রমণ বেড়েছে, কোভিড বিধি মেনে চলার অনুরোধ করছি। ওমিক্রন আক্রান্তরা ব্রিটেন থেকে বেশি আসছেন। কলকাতায় সংক্রমণ বাড়ছে, কারণ বিদেশ থেকে বহু মানুষ আসছেন।''
Omicron: এক সপ্তাহের মধ্যেই রাজ্যে তৃতীয় ঢেউ, ৩০-৩৫ হাজার দৈনিক সংক্রমণের আশঙ্কা!
ওমিক্রন ও করোনা প্রসঙ্গে মমতা আরও বলেন, "যে দেশগুলিতে সংক্রমণ বেশি হচ্ছে, সেখান থেকে বিমান আসা-যাওয়ার বিষয়ে পদক্ষেপ করা উচিত। নজর রাখা উচিত আন্তর্জাতিক বিমানগুলিতে, এটা অত্যন্ত জরুরি।''
মুখ্যমন্ত্রীর দাবি, গঙ্গাসাগর মানুষের মেলা, তাই আটকানো সম্ভব নয়। লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।