‘কোভিড(Covid) জয় করেছি, ওমিক্রনও(Omicron) রুখে দেব।‘ বুধবার বাবুঘাট(Babughat) থেকে এভাবেই রাজ্যবাসীর প্রতি অভয়বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ক্রমবর্ধমান কোভিড(Covid) পরিস্থিতিতে রাজ্যজুড়ে এখন আতঙ্কের পরিবেশ। তার মাঝে মুখ্যমন্ত্রীর কথায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ।
নতুন বছরের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে করোনা(Coronavirus)। তার সঙ্গে এসে জুড়েছে ওমিক্রন(Omicron)। এই দুয়ের যাঁতাকলে পড়ে এখন রাজ্যবাসীর ত্রাহি ত্রাহি রব। প্রতিদিন নাগাড়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণের হার। কোভিড(Covid) পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ(Restrictions)।
আরও পড়ুন- Covid: একদিনে করোনা টেস্টে রেকর্ড গড়ল মহেশতলা পুরসভা, ধারাবাহিক টেস্টে ডায়মন্ড হারবারে কমছে সংক্রমণ
মুখ্যমন্ত্রী বুধবার সাধারণ মানুষকে সতর্ক করে স্বাস্থ্যবিধি(health restrictions) মেনে চলার উপদেশ দেন। মাস্ক, স্যানিটাইজার নিয়ে বাইরে বেরোনোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। খুব প্রয়োজন ছাড়া আপাতত বাড়ির বাইরে না বেরোনোই ভালো বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সবরকমভাবে সতর্কতামূলক ব্যবস্থা চালাচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী(CM of Bengal)।