সারা দেশে এবং রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। তবে হাসপাতালে ভর্তির হার এবার কম। অধিকাংশ করোনা রোগী এবার বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকছেন। আক্রান্ত অবস্থায় বাড়িতে থাকলে কোন কোন ওষুধ বাড়িতে রাখা আবশ্যক, একবার দেখে নিন।
১। জ্বর, কাশি, গা ব্যথার জন্য প্যারাসিটামল রাখুন।
২। ভিটামিন সি, বি কমপ্লেক্স, ডি থ্রি এবং জিঙ্ক ট্যাবলেট রাখা প্রয়োজনীয়।
৩। গরম জলে গার্গল করা এবং ভেপার নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।
৪। অ্যান্টিবায়োটিক সঙ্গে রাখুন।
৫। গার্গল করার জন্য বেটাডাইন মাউথওয়াশ।
৬। নিয়মিত দেহের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার সঙ্গে রাখুন।
৭। পাল্স অক্সিমিটার অবশ্যই কাছে রাখুন। প্রত্যেক ৬ ঘণ্টায় রক্তে অক্সিজেনের মাত্রা মাপতে হবে।
৮ ডায়েবেটিক রোগীদের ক্ষেত্রে সি বি জি ব্লাড গ্লুকোজ মিটার সঙ্গে রাখতে হবে।
৯) রক্তচাপ মাপার যন্ত্র সঙ্গে রাখুন। ।
১০) হাঁপানির জন্য নেব্যুলাইজার যন্ত্র সঙ্গে রাখা প্রয়োজন।