করোনা (corona) আক্রান্তের সংক্রমণের মাত্রা নির্ণয় 'যথাযথ' হচ্ছে না, দেশ বিদেশের নামি ৩২ জন চিকিৎসক চিঠি লিখলেন কেন্দ্রকে। চিঠিতে বলা হয়েছে দেশে করোনার প্রথম দুই ঢেউয়ের মতো এবারেও ওষুধ ব্যবহারে যথেচ্ছাচার চলছে, যা আসলে ক্ষতিকর। এই যথেচ্ছাচার বন্ধ করার জন্য সরকারের হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে চিঠিতে।
সারা দেশে ছড়িয়ে থাকা করোনা আক্রান্ত, যাদের মৃদু উপসর্গ রয়েছে (mild symptoms), বা কোনও উপসর্গই নেই (asymptomatic), তাদের খুব বেশি ওষুধের প্রয়োজনই নেই।
ভিটামিন সি, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, হাইড্রক্সিক্লোরোকুইন আইভারমেকটিন ড্রাগ দেওয়ার কোনও যৌক্তিকতাই নেই বলেও দাবি করা হয়েছে চিঠিতে।