বিশ্বব্যাপী করোনাগ্রাফ আপাতত নিয়ন্ত্রণে। কিন্তু এবার করোনা টিকাকে কেন্দ্র করে যুযুধান দুই টিকা প্রস্তুতকারী সংস্থা। করোনার টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না মামলা করতে চলেছে অন্য টিকা প্রস্তুতকারী ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে। মডার্নার অভিযোগ, এই দুই সহযোগী সংস্থা করোনার টিকা তৈরির সময় তাদের স্বত্ব লঙ্ঘন করেছে।
শুক্রবার মডার্না একটি বিবৃতি জারি করেছে। যার সারবত্তা হল, ফাইজার ও বায়োএনটেক কোভিড টিকা তৈরির সময় মডার্নার এমআরএনএ প্রযুক্তির স্বত্ব লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি করোনার টিকা উৎপাদনকারী সংস্থা হিসেবে মডার্না এবং ফাইজার অন্যতম।
আরও পড়ুন- SSKM: পেটের ভিতর সাড়ে তিন কোটির কোকেন! এসএসকেএমে ব্রাজিলীয়'র মলদ্বার থেকে বের করা হল মাদক
ফাইজার ও মোডার্না (Moderna-Pfizer) বিশ্বে সবচেয়ে বেশি ভ্য়াকসিন সরবরাহ করে। তাদের এই সংঘাত আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। বস্তুত, এখন ওমিক্রনের বুস্টার ডোজ তৈরি করেছে মোডার্না। এই বুস্টার টিকা ছাড়পত্রও পেয়ে গেছে।
উল্লেখ্য, ইজরায়েল একবার দাবি করেছিল, ফাইজার টিকার সেকেন্ড ডোজ নেওয়ার পরে হার্টে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হচ্ছে। বুকে ব্যথা অনুভব করেছেন অনেকে। আর এই পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা গেছে ১৬ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে। তারপরেই বিশ্বজুড়ে হইচই শুরু হয়।