ওমিক্রনের(Omicron) পর করোনাভাইরাসের(Cornavirus) নয়া রূপ নিওকোভ(NeoCov) নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পৃথিবীজুড়ে। তবে এই প্রজাতি আদৌ কতটা প্রাণঘাতী, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)।
সম্প্রতি চীনের(China) ইউহানে তিন চিকিৎসা-বিজ্ঞানী দক্ষিণ আফ্রিকার(South Africa) বাদুরের দেহে এই নিওকোভ(NeoCov) ভাইরাসের হদিশ পান। তাঁদের দাবি অনুযায়ী, মানুষের শ্বাসযন্ত্রকে গুরুতরভাবে প্রভাবিত করে এই নয়া ভাইরাস। বলা হচ্ছে, এর মারণক্ষমতা করোনার ডেল্টা(Delta Virus) বা অন্য প্রজাতির তুলনায় অনেক বেশি।
আরও পড়ুন- India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন, মৃত্যু হয়েছে ৮৭১ জনের
হু-এর দাবি, ৭৫ শতাংশ ক্ষেত্রেই মানুষের দেহে সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাসের(Virus) উৎস কোনও না কোনও বন্যপ্রাণী। তবে বৃহস্পতিবার রাশিয়ার(Russia) বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনাভাইরাস এর এই নয়া রূপ নিয়ে এখনই চিন্তার কিছু নেই। মানব শরীরে এই রূপটির(NeoCov) আক্রমণের সম্ভাবনা খুবই কম।