গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengali) নতুন করে করোনা (Covid) আক্রান্ত ১০ হাজার ৯৫৯ জন। যা বধবারের তুলনায় বেশ খানিকটা কম। মৃত্যুর সংখ্যাও কমেছে সামান্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal Covid update) করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন। এর মধ্যে ১৪ জন মারা গিয়েছেন উত্তর ২৪ পরগনাতে। কলকাতায় (Kolkata Covid) মারা গিয়েছেন ৯ জন। সুস্থতার হার ৯১.৪৯ শতাংশ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান (West Bengal Covid update) বলছে, জেলা ভিত্তিক দৈনিক সংক্রমণের তালিকায় সবার উপরে কলকাতাই। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত ১ হাজার ৭৫৯ জন। দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগণা। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৪৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৯, ৯২০।
একদিনে করোনাকে (West Bengal Covid update) পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৭, ৮১৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৭, ৭৪, ৮৮১।