বিশ্বজুড়ে বাড়ছে করোনা (Coronavirus)। আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন (Omicron)। এই অবস্থায় করোনা রোগীর চিকিৎসায় দুটি নতুন ওষুধের নাম প্রস্তাব করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
WHO-র প্রস্তাবিত একটি ওষুধের নাম বারিসিটিনিব (Baricitinib)। এটি রিউমাটয়েড আর্থারাইটিসের চিকিৎসাতেও ব্যবহার হয়ে থাকে।
গুরুতর কোভিড আক্রান্তদের জন্য বারিসিটিনিব কার্যকর হত পারে। এমনটাই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনায় আক্রান্ত হলেও যাঁদের অবস্থা গুরুতর নয়, তেমন আক্রান্তদের জন্যও নতুন একটি ওষুধের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি সোট্রোভিমাব (Sotrovimab) ব্যবহার করতে বলেছে WHO। তবে সোট্রোভিমাব তাঁদেরকেই দেওয়া যেতে পারে যাঁদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে। তবে দু’টির একটি ওষুধও অল্প অসুস্থদের জন্য নয় বলে জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বসন্তকালে শ্বাসযন্ত্রের রোগ বাড়তে পারে বলেই মনে করছেন হু-র চিকিৎসকরা। পাশাপাশি কোভিড নিয়েও ঝুঁকি থাকবে। এই বিষয়ে সতর্কতা জারি করার পরেই কোভিড চিকিৎসার নতুন ওষুধের প্রস্তাব করল WHO।