দেশের দৈনিক কোভিড গ্রাফে (India Covid Daily Graph) ওঠা-নামা অব্যাহত। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২,৪৮৭ জন। একদিনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন।
বর্তমানে দেশে একটু হলেও কমেছে অ্যাকটিভ কেস (Active Covid-19 Cases)। শনিবার যার সংখ্যা ১৭,৬৯২। গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ২,৮৭৮ জন। এখনও পর্যন্ত মোট ৪ কোটি ২৫ লক্ষ ৭৯ হাজার ৬৯৩ জন কোভিডমুক্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ০.০৪ শতাংশ।
দেশে একদিনে করোনার ভ্যাকসিন পেয়েছেন মোট ১৫ লাখ ৫৮ হাজার ১১৯ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ২১৪ জনের। দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।