রবিবার দেশে করোনা সংক্রমণ(India Covid Update) কিছুটা নিয়ন্ত্রণে এলেও সোমবারেই বদলে গেল সেই চিত্র। একলাফে ৪৫ শতাংশ বেড়ে গেল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে কোভিডে আক্রান্ত ১৭,০৭৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ৯৪,৪২০।
এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ২০ জন। কোভিডে মৃত্যুর হার(Covid Death Rate) ১.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টা সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ১,৮৪৪। দেশে সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ।
আরও পড়ুন- Bengal COVID Update:রাজ্যে দৈনিক আক্রান্ত ফের বেড়ে প্রায় ৫০০
এখনও পর্যন্ত দেশে কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ কোটি ২৭ লক্ষ ৮৭ হাজার ৬০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(MOHFW Report) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ১৯৭ কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন।