দেশের দৈনিক কোভিড গ্রাফে (India Covid Daily Graph) ওঠা-নামা অব্যাহত রয়েছে । শুক্রবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২,৮৪১ জন । একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের ।
বর্তমানে দেশে অ্যাকটিভ কেস (Active Covid-19 Cases) রয়েছে ১৮,৬০৪ । গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ৩২৯৫ জন । এখনও পর্যন্ত মোট ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন কোভিড মুক্ত হয়েছেন । দৈনিক সংক্রমণের হার ০.০৪ শতাংশ ।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ৫৮৬ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ১৯০ জনের । দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ ।