দেশে কোভিড পরিস্থিতি (national covid situation) এখনও সার্বিক ভাবে নিয়ন্ত্রণে থাকলেও চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লির বাড়তে থাকা দৈনিক সংক্রমণ।
নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি। রবিবার রাতের কোভিড বুলেটিন অনুযায়ী রাজধানীতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। তার আগের দিন সংখ্যাটা ছিল ৪৬১। বিগত কয়েকদিন ধরে দিল্লির দৈনিক সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় আগামী ২০ এপ্রিল একটি বৈঠকের আয়োজন করেছেন দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর।
মাস্ক (mask) পরা ছাড়া কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ চলতি মাসের শুরু থেকেই তুলে নিয়েছে কেন্দ্র। সোমবার সকালের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের (health and family welfare) বুলেটিন অনুযায়ী গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৮৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৮৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৪ জন করোনা আক্রান্তের।