একদিনে বেশ কিছুটা কমল দেশের করোনা সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬,৮৬৬ জন। রবিবার এই সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। একদিনে দেশের কোভিডের বলি ৪১ জন। এই সংখ্যা রবিবারের তুলনায় সামান্য বেশি।
রবিবার অ্যাকটিভ কেস (Active Cases) ছিল ১ লক্ষ ৫২ হাজারের বেশি। সোমবার সোমবার তা নেমে এল ১ লক্ষ ৫০ হাজারে ৮৭৭এ। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮,১৪৮ জন। সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ। পজিটিভিটি রেট ৭.০৩ শতাংশ।
WAC 2002: ফাইনালে ৫ প্রতিযোগী, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা পারফরম্যান্স ভারতের
দেশের পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাতেও কমেছে দৈনিক সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, শীর্ষে আছে কলকাতাই। একদিনে শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৬ জন। দ্বিতীয় স্থানে বীরভূম।