ধীরে ধীরে কমছে দেশের দৈনিক কোভিড গ্রাফ(Daily Covid Graph)। বেশ কিছুদিন ধরেই ২০ হাজারের নীচে রয়েছে সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (Covid-19)আক্রান্ত হয়েছেন ১৩,১৬৬ জন। তবে মৃতের (Death)সংখ্যা বেড়ে চলায় কিছুটা উদ্বেগ রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০২ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery)হয়ে উঠেছেন ২৬,৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন । দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর(Active Covid Patients) সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ২৩৫ জন।
আরও পড়ুন- Bengal Covid update: রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ২৪৬ জন, মৃত্যু ৬ জনের
দেশে করোনায় (Covid-19) এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ২২৬ জনের। দেশে মোট টিকাকরণ(Covid Vaccination) হয়েছে ১৭৬ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ২৬৬ জনের।