গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে (Covid Update) দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ল। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ১৩ হাজার। তবে বুধবারের রিপোর্ট বলছে, সংখ্যাটি বেড়ে হয়েছে প্রায় ১৭ হাজার।
মঙ্গলবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ১৩,৬১৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬,৯০৬। রাজ্যভিত্তিক কোভিড সংক্রমণের তালিকা অনুসারে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৬৫৯। অন্যদিকে সংক্রমণের নিরিখে কেরলকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৪৩৫। মহারাষ্ট্রের পরে রয়েছে তামিলনাড়ু (২,২৮০), কেরল (২,২১১) ও কর্নাটক (৮৯১)।
গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫,৪৪৭ জন। এখনও পর্যন্ত দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩০ লক্ষ ১১ হাজার ৮৭৪ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩.৬৮ শতাংশ। মঙ্গলবার এই হার ছিল ৩.২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫। এর মধ্যে কেরলেই মারা গেছেন ১৭ জন। এ ছাড়া মহারাষ্ট্রে ১৩ জন, পশ্চিমবঙ্গে ৫ জন, গুজরাতে ২ জন এবং দিল্লি, ওড়িশা, কর্নাটক, বিহার, ঝাড়খণ্ড, পঞ্জাব, ছত্তিসগড়, উত্তর প্রদেশে ১ জন করে ব্যক্তির মৃত্যুর হয়েছে। ভারতে এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৫১৯। দেশে ১৯৯ কোটি ১২ লক্ষ ৭৯ হাজার ১০টি টিকাকরণ হয়েছে।