National COVID Update:দেশে কোভিড সংক্রমণ বেড়ে প্রায় ১৭ হাজার, শীর্ষে সেই পশ্চিমবঙ্গ

Updated : Jul 20, 2022 12:03
|
Editorji News Desk

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে (Covid Update) দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ল। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ১৩ হাজার। তবে বুধবারের রিপোর্ট বলছে, সংখ্যাটি বেড়ে হয়েছে প্রায় ১৭ হাজার। 

মঙ্গলবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ১৩,৬১৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬,৯০৬। রাজ্যভিত্তিক কোভিড সংক্রমণের তালিকা অনুসারে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৬৫৯। অন্যদিকে সংক্রমণের নিরিখে কেরলকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৪৩৫। মহারাষ্ট্রের পরে রয়েছে তামিলনাড়ু (২,২৮০), কেরল (২,২১১) ও কর্নাটক (৮৯১)।

Dutee Chand : কলকাতার সমকামী বিয়ে অনুপ্রেরণা, বিয়ের পিঁড়িতে বসছেন দেশের ঘোষিত এক মাত্র সমকামী অ্যাথলিট

গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫,৪৪৭ জন। এখনও পর্যন্ত দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩০ লক্ষ ১১ হাজার ৮৭৪ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩.৬৮ শতাংশ। মঙ্গলবার এই হার ছিল ৩.২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫। এর মধ্যে কেরলেই মারা গেছেন ১৭ জন। এ ছাড়া মহারাষ্ট্রে ১৩ জন, পশ্চিমবঙ্গে ৫ জন, গুজরাতে ২ জন এবং দিল্লি, ওড়িশা, কর্নাটক, বিহার, ঝাড়খণ্ড, পঞ্জাব, ছত্তিসগড়, উত্তর প্রদেশে ১ জন করে ব্যক্তির মৃত্যুর হয়েছে। ভারতে এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৫১৯। দেশে ১৯৯ কোটি ১২ লক্ষ ৭৯ হাজার ১০টি টিকাকরণ হয়েছে।

COVID 19 CASESCOVID 19covid 19 death

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার