দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। এই নিয়ে পরপর চারদিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন, সংখ্যাটি আগের দিনের থেকে কিছুটা বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্য়া ১ লাখ ৪৩ হাজার ৪৪৯, যা গতকালের থেকে ২ হাজার ৬৮৯টি বেশি। শতকরা হিসেবে দেশে অ্যাকটিভ কেস ০.৩৩ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।
P V Sindhu:আজ ফাইনালে শক্ত লড়াইয়ের মুখোমুখি সিন্ধু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৮১ হাজার ৪৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭ হাজার ৭৭০ জন। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।
এদিকে, করোনার টিকাকরণের ক্ষেত্রে রেকর্ড গড়ার পথে দেশ। পরিসংখ্য়ান বলছে রবিবার ভারত ২০০ কোটি ভ্যাকসিন ডোজের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিন পেয়েছেন ১৯৯ কোটি ৯৮ লক্ষ ৮৯ হাজারের বেশি মানুষ। ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হতেই নতুন করে বাড়ছে টিকাকরণের গতি। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ২৫ কোটির বেশি মানুষ।