গত ২৪ ঘণ্টায় দেশে ২১ হাজার ৮৮০ জন করোনায় (COVID19) আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৪৮২ জন। দৈনিক আক্রান্ত ও মোট রোগীর দু’টি সংখ্যাই গত পাঁচ মাসে সর্বোচ্চ।
গত এক সপ্তাহ ধরে দেশে করোনার দৈনিক সংক্রমণ প্রায় ২০ হাজার। বৃহস্পতিবারের হিসেব অনুসারে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৫৬৬। শুক্রবার সংখ্যাটি আরও বৃদ্ধি পাওয়ায় ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তবে কি ওমিক্রনের নতুন সাব ভ্য়ারিয়ান্ট বিএ ২.৭৫ (স্যান্টারস)-এর দৌলতে চতুর্থ ঢেউ শুরু হতে চলেছে দেশে?
Paresh Adhikary:‘দিদির নির্দেশ মেনে মুড়ি খাওয়াতাম’, ইডি-র অভিযানকে কটাক্ষ পরেশ অধিকারীর
শুক্রবারের কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে চারটি রাজ্য দৈনিক সংক্রমণে আগে রয়েছে। প্রথমেই রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ২৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যে একদিনে ২৪৮৬ জন আক্রান্ত হয়েছেন বাংলায়। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (২২৮৯) এবং তামিলনাড়ু (২০৯৩)। পঞ্চমস্থানে ওড়িশা। ওড়িশায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১১৯৬জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরলের রয়েছেন ২১ জন এবং সাত জনের মৃত্যু হয়েছে ছত্তিসগড়ে।