Covid-19 Symptoms: কোভিডের তিনটি নতুন উপসর্গের কথা জানাল জাতীয় স্বাস্থ্য পরিষেবা (National Health Service)। এতদিন বিশেষজ্ঞদের তরফে কোভিডের যে সমস্ত উপসর্গের কথা বলা হয়েছিল, সেগুলি হল জ্বর, গলায় ও হাতে পায়ে ব্যথা, কাশি এবং স্বাদ ও গন্ধ না পাওয়া। কিন্তু সম্প্রতি জাতীয় স্বাস্থ্য পরিষেবার তরফে জানানো হয়েছে যে, চুল পড়া, ত্বকে ক্ষত ও প্রদাহ এবং শ্রবণ শক্তি হ্রাস কোভিডের লক্ষণ হতে পারে।
গত বছরের প্রথম দিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল কোভিডের তৃতীয় ঢেউ। চলতি বছরের প্রথম পাঁচ সপ্তাহ সংক্রমণের হার ছিল নিম্নমুখী। কিন্তু তারপর থেকে চিন, দক্ষিণ কোরিয়া, হংকং, ভিয়েতনাম সহ ইউরোপের বিভিন্ন দেশে কোভিডের প্রকোপ ফের বাড়তে শুরু করেছে। সংক্রমণ রুখতে চিনের একাধিক শহরে ইতিমধ্যে লকডাউন জারি করা হয়েছে। উত্তর কোরিয়াতেও সম্প্রতি ‘অজানা জ্বরে’ বেশ কিছু ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁদের কোভিডে মৃত্যু হয়েছে বলেই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)-র রিপোর্ট বলছে, চলতি বছরের মার্চে বিশ্বের বিভিন্ন দেশে ফের কোভিডে অনেকে আক্রান্ত হয়েছেন যা যথেষ্ট উদ্বেগজনক।
জাতীয় স্বাস্থ্য পরিষেবা জানিয়েছে, কোভিডের প্রচলিত উপসর্গগুলির পাশাপাশি ত্বকে বিভিন্ন ধরনের ক্ষত বা প্রদাহ যেমন, ফুসকুড়ি, চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের ব়্যাশ কোভিডের উপসর্গ হতে পারে।
হঠাৎ যদি চুল পড়তে শুরু করে তবেও সেটাও কোভিডের লক্ষণ হতে পারে বলে জাতীয় স্বাস্থ্য পরিষেবা জানিয়েছে। এছাড়া শ্রবণ শক্তি কমে যাওয়া কোভিডের নতুন উপসর্গ বলে জানানো হয়েছে। তবে জাতীয় স্বাস্থ্য পরিষেবা জানিয়েছে, এই সমস্ত লক্ষণ দেখা দিলেই যে কোভিড হয়েছে এমনটা মনে করার কোনও কারণ নেই, কিন্তু অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন এবং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।