আস্তে আস্তে ছন্দে ফিরছে ভারত (India)। করোনার (Coronavirus) আতঙ্ক কাটিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন। গত ২৪ ঘণ্টায় আরও খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণ।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের বুধবার সকালের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। গত একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮১ হাজসর ১০৯ জন।
আরও পড়ুন: West Bengal Covid update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,০১৪ জন
দেশে আপাতত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৬০৩। এখনও অবধি মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৯৫ লক্ষ ১১ হাজার ৩০৭। দৈনিক সংক্রমণের হার ৯.২৬ শতাংশ।