গত সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ (Daily Cases) ছিল ৪৩৯। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়াল ১০ গুণ। শনিবার রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৪৫১২ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। কলকাতাতেই (Kolkata) গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ২৩৯৮ জন। রাজ্যে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Cases) সংখ্যা ১৩,৩০০। সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ।
গত বুধবার রাজ্যে কোভিড সংক্রমণ হাজারের গণ্ডি পেরিয়েছিল। বৃহস্পতিবার তা দাঁড়ায় দুহাজারে। শুক্রবার তিন হাজার পেরোয় সংক্রমণ। নতুন বছরে সাড়ে চার হাজার ছুল রাজ্যের দৈনিক সংক্রমণ। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে কোভিড বাড়ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনাতেও। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৬৮৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের। হাওড়ায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন যথাক্রমে ১৯৮ জন ও ১৬৫ জন।
আরও পড়ুন: ওমিক্রন-করোনায় সাঁড়াশি চাপ, বাতিল সরকারি অনুষ্ঠান, কড়া বিধির ইঙ্গিত রাজ্যের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ল ২৫৫০। কলকাতায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১৫১৫। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৫ লক্ষ ৮৫ হাজার ৮০৮ জন। নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন ৩৭,৫১২ জন। এদিকে, রাজ্যে নতুন করে ওমিক্রন আক্রান্ত হয়েছেন আরও পাঁচ জন। সবমিলিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬।