করোনার (Coronavirus) বিরুদ্ধে যুদ্ধে আরও একবার কঠোর বিধিনিষেধের পথে হাঁটল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিলেন আগামীকাল, সোমবার, ৩ জানুয়ারি থেকে রাজ্যে কী কী বন্ধ থাকবে।
আপাতত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পুরসভা সহ সরকারি অফিস চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে৷ বেসরকারি অফিসও চালাতে হবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। সুইমিং পুল, স্পা, সেলুন, জিম, বিউটি পার্লার বন্ধ থাকবে। বন্ধ থাকবে চিড়িয়াখানা, ট্যুরিস্ট স্পট।
আরও পড়ুন: India Covid Update : বেলাগাম ওমিক্রন দাপট, দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২৭,৫৫৩
শপিং মল, মার্কেট কমপ্লেক্স রাত ১০টা অবধি খোলা থাকবে, কিন্তু ৫০ শতাংশের বেশি লোক থাকতে পারবে না। রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ লোক নিয়ে খোলা থাকবে রেস্তোরাঁ এবং বার। সিনেমা হলেও ৫০ শতাংশের বেশি দর্শক থাকবে না। হল বন্ধ করতে হবে রাত দশটায়। এই বিধি লাগু থাকবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত
সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না৷ মৃতদেহ সৎকারের সময় ২০ জনের বেশি জমায়েত নয়।
রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেবল অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। আপাতত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বন্ধ থাকবে দুয়ারে সরকার প্রকল্প।