রাজ্যে ফের (West Bengal) করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্টের হদিশ। ওমিক্রন (Omicron) BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির খোঁজ মিলল। নতুন ভ্যারিয়েন্টের (Variant) হাত ধরে করোনার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিত্সকরা।
ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত একজনের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ। ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে। তবে, স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই বিশেষ প্রজাতিতে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম। এর আগে দক্ষিণ ভারতে করোনার এই মিশ্র ভ্যারিয়ান্টের হদিশ মিললেও, বাংলায় এই প্রথম।
চিকিত্সকরা বলছেন করোনার নয়া ভ্যারিয়ান্ট নিয়ে আতঙ্ক না করে সতর্ক থাকতে হবে। জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাঁরা ভ্যাকসিন নেওয়ার যোগ্য, তাঁদের অবশ্যই সমস্ত ডোজ, নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিতে হবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। এছাড়া মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে।