ফের করোনার নয়া ভ্যারিয়ান্টের খোঁজ! সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.৫ (XBB.1.5)-র কারণেই দ্রুত গতিতে এই সংক্রমণ ছড়াচ্ছে। আমেরিকা ছাড়াও ২৮টি দেশে খোঁজ মিলেছে। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টকে বিশেষজ্ঞরা নাম দিয়েছেন ‘ক্রাকেন ভ্য়ারিয়েন্ট’ (kraken variant)।
২০২২ সালেই প্রথমবার করোনার এই ভ্য়ারিয়েন্টের খোঁজ মেলে। এক্সবিবি১.৫-র দাপট সবথেকে বেশি দেখা গিয়েছে আমেরিকাতেই। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শেষে সে দেশে এটাই ডমিনেন্ট ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে। মোট সংক্রমণের ৪১ শতাংশ এক্সবিবি১.৫ ভ্যারিয়েন্টের কারণে হয়েছে।
শীতকালে এই ভ্যারিয়ান্টের সংক্রমণের হার আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। সহজেই সংক্রমণ ছড়াতে পারে এই ভ্যারিয়েন্ট। টিকার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ফাঁকি দিতে সক্ষম বলে নতুন করে সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকছেই।