আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের জানুয়ারি থেকে ফের বাড়তে পারে কোভিড (Covid 19)। বুধবার এমনই আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র।
সংবাদ সংস্থা এএনআই-কে স্বাস্থ্যমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, "এর আগে কোভিডের নতুন তরঙ্গ পূর্ এশিয়ায় আঘাত হানার ৩০-৩৫ দিনের মধ্যে ভারতে ঢুকেছে। মহামারির শুরু থেকেই এই প্রবণতা দেখা গিয়েছে।" তবে এবার কোভিড সংক্রমণের তীব্রতা অনেক কম হবে বলে আশ্বস্ত করেছে স্বাস্থ্যমন্ত্রকের ওই সূত্র। নয়া তরঙ্গ দেখা দিলেও মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যাও কম হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ২ দিনে ৩৯ জন বিমানযাত্রীর রিপোর্ট পজিটিভ, কোভিড নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের
কোভিড নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কোভিড পরিস্থিত মোকাবিলার জন্য পরামর্শও দেওয়া হয়েছিল। কেন্দ্র এই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেছে।