ওমিক্রনের (Omicron) ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব । এরই মধ্যে নতুন আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) । WHO-র তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ওমিক্রনেই শেষ নয় । করোনার নতুন প্রজাতি আসতে চলেছে, যা ওমিক্রনের থেকেও আরও সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে ।
WHO-এর তরফে করোনা অতিমারী (Corona Pandemic) বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কার্কোভ জানাচ্ছেন, বিশ্ব থেকে এখনই বিদায় নিচ্ছে না অতিমারী । বরং কোভিডের আরও নতুন স্ট্রেনের আবির্ভাব ঘটতে চলেছে । যা ওমিক্রনের থেকে আরও বেশি ভয়ংকর ও ক্ষতিকারক হতে পারে । কার্কোভের মতে, ভাইরাসের যত বেশি মিউটেশন হবে, ততবার নতুন নতুন প্রজাতির আগমন হবে । যা আগের প্রজাতির তুলনায় বেশি সংক্রামক হবে, ভয়ংকর হবে ।
তবে মারিয়া ভ্যানের কথায়, “আগামী দিনে কোভিডের ব্যপ্তি কমবে বলেই আশা করা যায়। কিন্তু যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের মাধ্যমেই ছড়িয়ে পড়বে সংক্রমণ। রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের কম, তাঁদের উপরই গভীর প্রভাব ফেলবে নয়া স্ট্রেন ।”
বিশেষজ্ঞ বলছেন, যেসব স্ট্রেন থেকে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, তার বাইরেও একাধিক স্ট্রেন রয়েছে, যার সবকটির খোঁজ পাওয়া যায়নি । তাছাড়া, প্রথম থেকে এখনও পর্যন্ত ভাইরাসের অনেকবার মিউটেশন হয়েছে । সেক্ষেত্রে মনে করা হচ্ছে, ভ্যাকসিন একটা পর্যায় পর্যন্ত সুরক্ষা দিতে পারবে । বেশিদিন এর প্রভাব থাকবে না ।