ক্রমশ বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। সোমবার থেকে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ চালু করল দিল্লি প্রশাসন।
দিল্লিতে রবিবার ২৯০ জন করোনা সংক্রমণ হয়েছে। শনিবারের তুলনায় সংক্রমণ ১৬ % বেশি। একদিনে পজিটিভিটি রেট বেড়েছে ০.৫৫%। ১০ জুনের পর থেকে যা সর্বোচ্চ। টানা দু'দিন পজিটিভিটি রেট ০.৫ % বা তার বেশি থাকলে হলুদ সতর্কতা জারি করবে দিল্লি প্রশাসন।
হলুদ সতর্কতা অথবা কমলা সতর্কতা জারি হলে নাইট কারফিউ এর সময় বাড়িয়ে রাত ১০ টা থেকে ভোর ৫ টা করা হবে। রেড অ্যালার্ট জারি হলে জারি হবে সম্পূর্ণ কারফিউ।