করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রন (Omicron) রুখতে সতর্ক রাজ্য সরকার। নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতায় ব্রিটেন (UK) থেকে আসা কোনও বিমানকে নামতে দেওয়া হবে না। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দিল্লিকে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওমিক্রন রুখতে বিদেশ থেকে আসা বিমানে নজরদারি করা প্রয়োজন। ব্রিটেনের করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
এরপর বৃহস্পতিবার বিকেলেই রাজ্যের ওমিক্রন পরিস্থিতি বিচার করে কলকাতায় ব্রিটেনের বিমান নামায় নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government)। আগামী ৩ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে নতুন নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা কেন্দ্রকে জানিয়ে দিয়েছে নবান্ন।
বৃহস্পতিবারই কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রককে এ বিষয়ে চিঠি দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা।