করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে যুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত (India)। বিশেষ করে টিনএজারদের একটা বড় অংশের টিকাকরণ (Vaccination) সম্ভব হয়েছে। এবার ১৮ বছরের কমবয়সীদের জন্য নতুন গাইডলাইন দিল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৫ বছরের কম বয়সীদের কোনও মাস্ক পরানোর প্রয়োজন নেই। ৬-১১ বছরের ছেলেমেয়েরা মাস্ক পরুক, তবে তাদের শারীরিক সক্ষমতা অনুযায়ী। তবে ১২ বছর এবং তার বেশি বয়সীদের মাস্ক পরতেই হবে।
আরও পড়ুন : New rule for international travelers: বিদেশফেরত যাত্রীদের জন্য কেন্দ্রের নতুন নির্দেশিকা
নাবালক, নাবালিকারা করোনায় আক্রান্ত হলে তাদের চিকিৎসা সম্পর্কেও বিশদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
১৮ বছরের কম বয়সীরা করোনায় আক্রান্ত হলে তাদের অ্যান্টিভাইরাল এবং মনোক্রোনাল অ্যান্টিবডিজ দেওয়ার কথা বলা হয়েছে। যদি স্টেরয়েড দেওয়া হয়, তাহলে খেয়াল রাখতে হবে যেন দু'সপ্তাহের বেশি না হয়।
আরও পড়ুন: ১৫ ঊর্ধ্বদের টিকাকরণে দেশে 'লাস্ট বয়' বাংলা, দাবি কেন্দ্রের
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ১৫-১৮ বছর বয়সীদের ৩ কোটি ৯৪ লক্ষ টিকাকরণ হয়েছে।