কোভিড মহামারী থেকে স্বাভাবিক স্রোতে ফিরেছিল জীবন। শুরু হয়েছিল দৈনন্দিন কাজ কর্ম। ২০২৩-এর ডিসেম্বরে শেষ দিকে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিডের নয়া উপরূপ জে এন ওয়ান। আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে দেশে কোভিড সংক্রমণ। কিন্তু নতুন উপরূপ কতটা ভয়ঙ্কর! কী বলছেন বিশেষজ্ঞরা।
কোভিড নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই। এডিটরজিকে জানালেন হায়দরাবাদ অ্যাপোলোর চিকিৎসক ডক্টর ভেঙ্কট রমেশ।
এর উপসর্গ কী কী!
ডক্টর ভেঙ্কট রমেশের মতে, সাধারণ সর্দি-কাশি বা জ্বরের মতোই জেন এন ওয়ানের উপসর্গ। গলা ব্যথা, নাক বন্ধ, মাথাব্যথা সবই হবে। তাই সাধারণ জ্বর না জেএন ওয়ান তা বোঝা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, কোভিড পরীক্ষা করালেই একমাত্র বোঝা সম্ভব, রোগী কোভিড আক্রান্ত কিনা।
জেএন ওয়ান নিয়ে এডিটরজিকে চিকিৎসক ভেঙ্কট রমেশ জানান, "কোভিড পরীক্ষার মাধ্যমেই বোঝা যাবে, আক্রান্ত কিনা। নতুন উপরূপের সঙ্গে সাধারণ সর্দি-কাশির তেমন পার্থক্য নেই। কিছু শতাংশ নমূনা জেনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হচ্ছে। যেখানে আমরা ডিএনএ ও আরএনএ পরীক্ষা করি। এই নতুন উপরূপ কেমন, তা জানা যায়।"