ভারতবর্ষে কোভিডের(Covid-19) নয়া স্ট্রেন ওমিক্রনে(Omicron) সবচেয়ে বেশি আক্রান্ত অল্পবয়সীরাই, সরকারি তথ্যে ধরা পড়েছে এই ছবি।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কোভিডের তৃতীয় ঢেউ(Covid-19 third wave) ওমিক্রনে(Omicron) আক্রান্তদের গড় বয়স ৪৪ বছরের আশেপাশে। তবে আশার কথাও শুনিয়েছে সরকার। এবার চিকিৎসার প্রয়োজনে উল্লেখযোগ্যভাবে কমেছে ওষুধের ব্যবহার, কেন্দ্রের তরফে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন- NEET PG 2022: ৬-৮ সপ্তাহের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার
সাপ্তাহিক সম্মেলনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ICMR-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব(Balram Bhargava) জানান, ওমিক্রন(Omicron) আক্রান্ত রোগীদের মধ্যে গলা ব্যথার উপসর্গই বেশি দেখা গেছে।
তিনি আরও জানান, সংক্রমিতদের গড় বয়স ৫৫ বছর থাকাকালীন সময়েও সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন অল্পবয়সীরাই।
এই তথ্যটি তৈরি করা হয়েছে মূলত কোভিডকালে(Covid-19) ভর্তি রোগীদের তথ্য পরিসংখ্যানের ওপর ভিত্তি করে। প্রায় ১৫০০ জন রোগীকে বিশ্লেষণ করে তারপর এই তথ্য সংগ্রহ করা হয়। এই আক্রান্ত রোগীদের অধিকাংশের গড় বয়স ছিল প্রায় ৪৪ বছর।
ICMR-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গবের(Balram Bhargava) মতে, টিকা নেওয়া লোকেদের মধ্যে মৃত্যুর হার ছিল ১০ শতাংশ, যেখানে টিকা না নেওয়া মানুষদের মধ্যে মৃত্যুর হার ২২ শতাংশ।