দেশে এখনও পর্যন্ত কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনে (Omicron) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭০০। এর মধ্যে ওমিক্রন থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৩৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশের মোট ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত থাবা বসিয়েছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে প্রাণ হারালেন ১২৩ জন। কেরলে মৃত্যু হয়েছে ৭৮ জনের, মহারাষ্ট্রে ৯ জনের।
সবথেকে বেশি ওমিক্রনে আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র (Maharashtra)। এই রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫১০ জন। দিল্লিতে (Delhi) ওমিক্রনে আক্রান্তের সংখ্য ৩৫১। এরপরই আছে কেরল (Kerala)। কেরলে ওমিক্রনে আক্রান্ত হলেন ১৩৬ জন। তামিলনাড়ুতে (Tamilnadu) ১২১ ও রাজস্থানে ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১২০ জন।
দেশে কোভিডে (Covid 19) নতুন করে আক্রান্ত হলেন ৩৩,৭৫০ জন। এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হলেন ৩ কোটি ৪৯ লক্ষ ২২ হাজার ৮৮২ জন। সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২।সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ২২,৭৮১ জন। মোট আক্রান্তের ০.৪২ শতাংশ সক্রিয় রোগী। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩। দেশে সুস্থতার হার ৯৮.২০ শতাংশ।
আরও পড়ুন: কলকাতায় ৩১৯৪, বিধি ঘোষণার দিনেই রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ৬১৫৩ জন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে দৈনিক সংক্রমণের হার ৩.৮৪ শতাংশ। সপ্তাহে সংক্রমণের হার ১.৬৮ শতাংশ। এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭ জন। কোভিডে মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।
এখনও পর্যন্ত দেশে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ১৪৫ কোটি ৬৮ লক্ষ নাগরিকের।