করোনা (Coronavirus) এবং ওমিক্রনের (Omicron) জোড়া ফলায় বিদ্ধ গোটা দেশ। মঙ্গলবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ০৬৩ জন। তাৎপর্যপূর্ণভাবে কোভিডে সংক্রমণের হার কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ (Covid Death) হারিয়েছেন ২৭৭ জন। অন্যদিকে, কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৬১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৯৬৯ জন। সুস্থতার হার ৯৬.৩৬%। দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৫ লাখ ৭ হাজার ১৩১ জন।
এখনও পর্যন্ত ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হানা দিয়েছে ওমিক্রন। ওমিক্রন আক্রান্তের নিরিখে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra)। এরপরই তালিকায় আছে দিল্লি।