কলকাতায় মোট তিনটি হাসপাতালে কোভিডে আক্রান্ত (Covid Affected) প্রায় ১০০ জনের বেশি চিকিৎসক। সোমবার সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানালেন রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক। সোমবার জানা গেছে, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে (NRS) চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগী সহ মোট ৬১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
কলকাতা মেডিকেল কলেজে ও হাসপাতালে (CMC) কমপক্ষে ৭০ জন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন। হাজরার চিত্তরঞ্জন সেবাসদন ও শিশুসদন হাসপাতালে আক্রান্ত ২৪ জন চিকিৎসাকর্মী। রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজিতে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন চিকিৎসক। এর আগে আর আহমেদ ডেন্টাল কলেজেও আক্রান্ত হয়েছেন চিকিৎসকরা। এবার নতুন করে কোভিডে আক্রান্ত এনআরএসের চিকিৎসকরা।
আরও পড়ুন: সন্ধে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন, ৫০ শতাংশ যাত্রী মেট্রোতেও
রাজ্যে রবিবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৯৪ জন। সক্রিয়ে কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০৩৮।