Covid 19: নিম্নমুখী সংক্রমণ, কোভিডের বিধিনিষেধ তুলে দেওয়া নিয়ে রাজ্যগুলোকে চিঠি কেন্দ্রের

Updated : Feb 16, 2022 21:11
|
Editorji News Desk

দেশে ক্রমেই নিম্নমুখী কোভিড সংক্রমণ (Covid Affection)। এই পরিস্থিতিতে বাড়তি কোভিড বিধিনিষেধ তুলে দেওয়ার পক্ষেই সায় কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই মর্মে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে করোনা সংক্রান্ত বিধিনিষেধ (Covid Guidelines) শিথিল অথবা প্রয়োজনে পুরোপুরি তুলে নিতে পারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহ থেকে মহামারী (Pandemic) হ্রাসের একটি প্রবণতা দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) রাজ্যগুলোকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, "ভারতে কোভিড-১৯ মহামারী ২১ জানুয়ারি থেকে একটানা হ্রাসের প্রবণা দেখা গিয়েছে। গত সপ্তাহে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৫০ হাজার ৪৭৬। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭, ৪০৯। বুধবার দৈনিক সংক্রমণও কমে হয়েছে ৩.৬৩ শতাংশ।"

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৩০ হাজার ৬১৫, মৃত ৫১৪ জন

রাজ্যগুলির বর্তমান কোভিড পরিস্থিতি ও সংক্রমণের হারও খতিয়ে দেখেছে কেন্দ্র। চিঠিতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধা দেওয়া কোনও ভাবেই উচিত নয়। তবে সব স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হলেও রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির ওপর নজর রাখতে বলেছে কেন্দ্র। চিঠিতে বলা হয়েছে, শিথিলতা আনলেও কোভিড পরীক্ষা, চিকিৎসা ও টিকাকরণের ওপর জোর দিতে হবে।

COVID 19 CASESpandemicCOVID 19

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার