প্রেসিডেন্সির কেন্দ্রীয় সংশোধনাগারে অবাক করা ঘটনা। জঙ্গি মুসার তাড়ায় পড়ে গিয়ে রক্তপাত হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। জেল সূত্রে খবর, গত শনিবার বাগানে হাঁটতে বেরিয়েছিলেন প্রাক্তনমন্ত্রী। তখন মল-সহ মগ পার্থর দিকে ছুড়ে মারার অভিযোগ আইএস জঙ্গি মুসার বিরুদ্ধে। এই ঘটনায় পালাতে গিয়ে মাটিতে পড়ে যান পার্থ। তাঁর থুতনিতে চোট লেগেছে বলে জেল সূত্রে খবর।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সেল থেকে বেরিয়ে শনিবার সামনের বাগানে হাঁটবেন ভেবেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেইসময় সবার অলক্ষ্যে পার্থর দিকে মলভর্তি মগ ছুড়ে মারে জঙ্গি মুসা। এই আক্রমণের হাত থেকে বাঁচতে নিজেকে সরিয়ে নেন পার্থ। কিন্তু টাল সামলাতে না পেরে, মাটিতে পড়ে যান তিনি। আহত পার্থকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে পাশাপাশি সেলে থাকেন পার্থ ও মুসা। ওই ঘটনার পর মুসার সেল পরিবর্তন করা হয়েছে। জেল সূত্রে জানানো হয়েছে, পার্থ এই আক্রমণের প্রথম টার্গেট ছিলেন না। এর আগেও মুসার এমন আক্রমণে শিকার অনেকেই।