গত জুন মাস থেকেই রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid 19)। গত দুদিনে তা দেড় হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কোভিডের টিকা (Covid Vaccine) নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা দেখে স্তম্ভিত চিকিৎসকমহল। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যের ৬০ লক্ষের বেশি মানুষ কোভিডের দ্বিতীয় টিকা নেননি। প্রিকশন টিকা নিয়ে তরুণ-তরুণীদের অনীহা আছে। অগ্রাধিকার পেলেও ষাটোর্ধ্বরাও নিতে চাইছেন না প্রিকশন ডোজ (Precaution Dose)। তা নিয়েই চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত প্রথম টিকা দেওয়া হয়েছে মোট ৭ কোটি ৭০ লক্ষ মানুষকে। যার মধ্যে ৬০ লক্ষের বেশি মানুষ এখনও দ্বিতীয় টিকা নেননি। অর্থাৎ এদের কোভিডের কোর্স অসম্পূর্ণ থেকে গিয়েছে। আর প্রিকশন ডোজ নেননি রাজ্যের ২৩ লক্ষ ষাটোর্ধ্ব নাগরিক।
আরও পড়ুন: ১ জুলাই-এর প্রচারে মমতা, অভিষেক ছাড়া কারও ছবি নয়, ৯ দফা বিশেষ নির্দেশিকা তৃণমূলের
প্রসঙ্গত, জানুয়ারি মাসে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে প্রিকশন ডোজের ক্ষেত্রে অগ্রাধিকার পান ষাটোর্ধ্বরা। এরপর দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস হলেই প্রিকশন ডোজ পান রাজ্যের প্রত্যেক নাগরিক। কিন্তু সাধারণ মানুষের টিকা নিয়ে এই অনীহার পর বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। জেলা প্রশাসনগুলিকেও এই নিয়ে চাপ দিয়েছে রাজ্যের স্বাস্থ্যের দফতর।