গঙ্গাসাগর মেলার(Gangasagar Mela) পর এবার করোনাবিধিকে(Covid restriction) শিকেয় তুলে রমরমিয়ে চলছে ভাঙ্গা মেলা। স্থানীয় ক্রেতা-বিক্রেতার পাশাপাশি ভিন রাজ্যের বহু পুণ্যার্থী এসেছেন এই ভাঙ্গা মেলায়। কার্যত ঠাসাঠাসি ভিড়ে দেদার কেনাকাটা চলছে। গঙ্গাসাগর মেলার(Gangasagar Mela) পর প্রশাসনিক তৎপরতা একটু আলগা হতেই আবার দেখা গেল সেই এক ছবি।
গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) শুরু থেকেই প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। স্বাস্থ্য কেন্দ্র, কোভিড টিকা কেন্দ্রের পাশাপাশি বারবার মেলায় আগত পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছিল মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার নিয়ে। কোভিডবিধিকে(Covid restriction) মান্যতা দিয়ে নিরাপদ দূরত্ব মেনে যাবতীয় কাজ করার কথাও বলা হচ্ছিল। এমনকি, করোনা(Corona) সংক্রমণ রুখতে সাগরে স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) মিটতেই আবার সেই একই ঢিলেঢালা ব্যবস্থায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন- Kolkata: সোমবার বিধ্বংসী অগ্নিকান্ড সিঁথির বস্তিতে, একটি বাড়ি সহ পুড়ে ছাই সাত সারমেয় সন্তান
সাগরের বিডিও(Block Development Officer) সুদীপ্ত মণ্ডল জানিয়েছেন, ভাঙ্গা মেলায় আসা মানুষকে সচেতন ও সতর্ক করতে প্রচার চালানো হচ্ছে। এর পাশাপাশি চলছে মাস্ক(Mask) বিলি। তবে সাধারণ মানুষ যদি নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন না হন, তাহলে প্রশাসন যে নিরুপায় তাও যেন বুঝিয়ে দিয়েছেন সাগরের বিডিও।