মাস্ক না পরায় বহরমপুরে(Berhampore) পুলিশের হাতে আটক ১০ জন। মুর্শিদাবাদ(Murshidabad) জেলাজুড়ে রাজ্য সরকারের করোনাবিধি(Covid Guideline) যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা দেখতে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ। স্বর্ণময়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে বহরমপুরের বিডিও(BDO) এবং পুলিশকর্মীরা(Police) হাতেনাতে আটক করেন আইনভঙ্গকারীদের।
মঙ্গলবার বিডিও এবং পুলিশ প্রশাসন, স্বর্ণময়ী বাজার কমিটির সঙ্গে মৌখিক আলোচনার পর বাজারটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা ঘোষণা করেন। করোনার(Cronavirus) বাড়বাড়ন্তের কারণে আপাতত বাজারটি স্থানান্তরিত হয়ে ওয়াইএমএ(YMA) ময়দানে বসবে। এর পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরা এবং কোভিডবিধি মেনে চলার বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে প্রশাসনকে আশ্বস্ত করা হয়।
আরও পড়ুন- Lalbazar: লালবাজারে করোনা হানা, আক্রান্ত ৭ আইপিএস অফিসার সহ মোট ৮০ পুলিশকর্মী
মঙ্গলবার পুলিশ(Police)-প্রশাসনের এই অভিযানে উপস্থিত ছিলেন বেলডাঙার(Beldanga) এসডিপিও(SDPO) শামসুদ্দিন শেখ, বহরমপুর থানার(Berhampore Police Station) আইসি(IC) রাজা সরকার, বহরমপুরের বিডিও(BDO) অভিনন্দন ঘোষ সহ অন্যান্য পুলিশকর্মীরা।